ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী প্রতিনিধি:
নগরীতে গলায় ফাঁস দিয়ে জাহিদুল ইসলাম রাজ (৩০) নামে এক যুবক আত্মহত্যা করেন। তিনি নগরীর তালাইমারী বাদুড়তলা এলাকার মৃত জাহাগীর আলমের ছেলে বলে জানা গেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে গলায় ফাঁস দেয়া অবস্থায় নিজের ঘর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেন পুলিশ। মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, জাহিদুল ইসলাম ঋণগ্রস্থ ছিলেন। তার নিকট অনেকেই টাকা পেতেন। ঋণের কারণে তিনি আত্মহত্যা করতে পারে ধারণা করা হচ্ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। তিনি আরো বলেন, গতকাল শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) মর্গে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।