ডেস্ক/ক্রাইম:
চট্টগ্রামের মিরসরাইয়ে তিন হাজার ১৮০টি ইয়াবা এবং সাত বোতল ফেনসিডিলসহ মাদক সম্রাট দাউদুল ইসলাম সোহাগসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
সোমবার ভোরে জোরারগঞ্জ থানার ওসি মো. মফিজ উদ্দিন ভূঁইয়ার নেতৃত্বে পুলিশের একটি দল তাদের আটক করে।
থানা এলাকার বারইয়ারহাট পৌরসভার মেহেদীনগর ওয়াপদা রোডের কামাল মার্কেটের কামাল মিয়ার বিল্ডিংয়ের তৃতীয় তলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক অন্যরা হলেন মো. জামশেদ আলম, মো. সাইফুল ইসলাম ও মো. ইব্রাহিম হোসেন।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার ওসি মো. মফিজ উদ্দিন ভুঁইয়া বলেন, আটকদের বিরুদ্ধে মাদক মামলা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অধিকতর তদন্তের স্বার্থে তাদের বিরুদ্ধে সাতদিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
ওসি আরো বলেন, আটক সোহাগ দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসা করে আসছে। তার বিশাল সিন্ডিকেট রয়েছে। বিভিন্ন প্রভাবশালী লোকের ছত্রছায়ায় সে মাদকের রমরমা ব্যবসা করে আসছে। তার বাড়ির চারপাশে সিসি ক্যামরা দিয়ে সে নিয়মিত মনিটরিং করতো। কেউ আসছে এমন দৃশ্য দেখলে বা সংবাদ পেলে সে দ্রুত পালিয়ে যেত। তার বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় পাঁচটি মামলা রয়েছে।

