ডেস্ক/চট্টগ্রাম:
চট্টগ্রামের সীতাকুণ্ডে ঘর ভাড়া টাকা চাওয়ায় বাড়িওয়ালা-বাড়িওয়ালীকে মারধর ও হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে এক ভাড়াটিয়ার বিরুদ্ধে।
১ মার্চ ওই উপজেলার জাহানাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী হাজী মোহাম্মদ মফিজুর রহমান ওই গ্রামের বাসিন্দা।
শনিবার দুপুরে সীতাকুণ্ড প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী বলেন, এক বছর আগে আমার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে আসেন একই এলাকার মোহাম্মদ আলতাফ। প্রথম কয়েক মাস ভাড়া ঠিকমতো দিলেও এক পর্যায়ে ভাড়া নিয়ে নানান টালবাহানা শুরু করেন তিনি। আমি কয়েকবার ভাড়া চাইলে তিনি উল্টো আমার ওপর মেজাজ দেখান।
তিনি আরো বলেন, তিন মাস আগে আমি বাড়ি ছাড়ার নোটিশ দিলেও তিনি কোনো পদক্ষেপ দেননি। ১ মার্চ সকালে আমি ও আমার স্ত্রী তার কাছে গেলে তিনি ও তার ৯-১০ জন সহযোগী আমাদের ওপর হামলা চালান। পাশেই আমাদের আরেকটি ভবনের কাজ চলছিল। তারা সেখানে গিয়ে শ্রমিকের ওপর হামলা চালিয়ে কাজ বন্ধ করে দেয়। ওই সময় আমাকে ও পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকিও দেয় তারা। ঘটনার পর আমি সীতাকুণ্ড মডেল থানায় আলতাফ ও তার সহযোগী জয়নালসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ করেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তাদের বাড়ি ছাড়ার আল্টিমেটাম দিয়েছে।
হাজী মোহাম্মদ মফিজুর রহমান বলেন, আলতাফ-জয়নালরা মূলত ভূমিদস্যু চক্রের সদস্য। তারা জালিয়াতি ও পেশিশক্তির মাধ্যমে আমাদের মতো মানুষের জমি দখল করে। আমি ও আমার পরিবার এই ভূমিদস্যুর হাত থেকে রক্ষা পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

