মেহেরপুর জেলায় একযোগে পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান
মেহের আমজাদ:
জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে “পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর” বাস্তবায়নের লক্ষে মেহেরপুর জেলা ব্যাপি পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টার সময় এক যোগে মেহেরপুর জেলার শতাধিক স্পটে এ অভিযানের উদ্বোধন করা হয়েছে। মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জেলা প্রশাসক আতাউল গনি পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান এর উদ্বোধন করেন । এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তারা সহ পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। মেহেরপুর জেলা প্রশাসক আতাউল গনি জানান, মেহেরপুরের তিন উপজেলা সহ জেলার তিনটি উপজেলার প্রতিটি স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে স্বেচ্ছায় অংশ নিচ্ছেন। সরকারের এ কর্মসূচী সফলভাবে বাস্তবায়ন করায় সকলকে ধন্যবাদ জানান তিনি।
সাংবাদিক পোলেনের বাড়িতে সন্ত্রাসী হামলায় ভবিষ্যৎ নিরাপত্তায় থানায় সাধারণ ডায়েরী
বাংলাদেশ প্রতিদিনের মেহেরপুর জেলা প্রতিনিধি মেহেরপুরের সিনিয়র সাংবাদিক মাহাবুবুল হক পোলেনের বাড়িতে হামলা করেছে সন্ত্রাসীরা।গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সশস্ত্র হামলা চালানো হয় বলে নিশ্চিত করেছে পোলেনের পরিবার। এ হামলায় কোন ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে নি। সংবাদ পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। এর সাথে জড়িত থাকার অপরাধে এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। সাংবাদিক পোলেন জানান, আমাকে হত্যার উদ্দেশ্যই সন্ত্রাসীরা বাড়িতে এ হামলা চালিয়েছে । তবে এলাকাবাসির প্রতিবাদে তা সফল হয়নি। তিনি বলেন, গত ১২ মার্চ বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় “মুজিবনগরে সরকারি রাজস্ব যুব মহিলা লীগ নেত্রীর আঁচলে’ এই শিরোনামে সংবাদ প্রকাশের পর থেকেই আমাকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে আসছে একটি গ্রুপ। গতরাতের ঘটনা তারই জের হতে পারে। উল্লেখ্য, একই সংবাদের জেরে চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত আঞ্চলিক পত্রিকা দৈনিক পশ্চিমাঞ্চলের মুজিবনগর প্রতিনিধি সোহাগ মন্ডলকে তুলে নিয়ে গিয়েছিল সন্ত্রাসীরা। ঘটনার বিবরণে সাংবাদিক পোলেন জানান, গত শুক্রবার রাতে ৫/৬ জনের একটি সন্ত্রাসী দল বাড়ির গেটে দাঁড়িয়ে পোলেনের নাম ধরে ডাকে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরে চেষ্টা করে বাড়িতে প্রবেশ করতে না পেরে বাড়ির গেট ভাঙ্গার চেষ্টা চালায় এবং গেটে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এলাকাবাসির চিৎকারে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তবে সন্ত্রাসীরা মুখোশধারী হওয়ায় তাদেরকে চিন্থিত করা সম্ভব হয়নি বলে এলাকাবাসিরা জানিয়েছেন। সাংবাদিক মাহাবুবুল হক পোলেন এর বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনায় ভবিষ্যৎ নিরাপত্তার আশংকায় মেহেরপুর সদর থানায় সাধারণ ডায়েরী করেছেন। গতকাল শনিবার বেলা ১১টার দিকে তিনি নিজে মেহেরপুর সদর থানায় হাজির হয়ে এই সাধারণ ডায়েরী করেন ( যার নং ৫৭৮, তারিখ: ১৪/০৩/২০২০, থানা; মেহেরপুর সদর )।সাংবাদিক পোলেন তার জিডিতে উল্লেখ করেন, তিনি বর্তমানে বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। গত শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে মুখে কাপড় বাঁধা কয়েকজন দুর্বৃত্ত শহরের কাঁশারি পাড়ার আবুল হোসেন সড়কে অবস্থিত নিজ বাড়িতে হামলা চালায়। এসময় তারা তার বাড়ির মেইন গেইট ভাঙ্গার চেষ্টা চালায়। আশেপাশের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা রেজিস্ট্রেশন বিহীন লাল রংয়ের মোটরসাইকেলযোগে পালিয়ে যায়।
পৌরসভার নগর সমন্বয় কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত
মেহেরপুর পৌরসভার নগর সমন্বয় কমিটির (টিএলসিসি) আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরের দিকে এ সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ গোলাম রসুল, জেলা পরিষদের সাবেক প্রশাসক অ্যাডভোকেট মিয়াজান আলী, শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী, কাউন্সিলর আল মামুন,জাফর ইকবাল, নুরুল আশরাফ রাজীব,সচিব তফিকুল আলম, জেলা যুব লীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান প্রমুখ।
আইনজীবী সহকারী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
মেহেরপুর জেলা আইনজীবী সহকারী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে আমিরুল ইসলাম -শাহাদুল ইসলাম কানায় প্যানেলের সভাপতি হিসাবে আমিরুল ইসলাম পুনর্নিবাচিত হওয়া সহ ১৫ টি পদের মধ্যে ১১ টি তে জয়ী হয়েছেন । এদিকে বিল্টু -জাহিদ নীল প্যানেল থেকে সাধারণ সম্পাদক সহ ৪টিতে জয়ী হয়েছেন। গতকাল শনিবার বিকালে নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়। এ দিন সকাল ৯টা থেকে বিরতিহীনভাবে বিকাল তিনটা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়।
১২১ জন ভোটারের মধ্যে ১৫ টি পদে মোট ২৯ জন প্রতিদ্বনিদ্বতা করেন। নির্বাচনের মোট ১১৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে বর্তমান সভাপতি বিশিষ্ট মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম ৬৫ ভোট পেয়ে সভাপতি পদে পুনর্নিবাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দী প্রার্থী আহসান হাবিব বেল্টু ৫০ ভোট পান ।
আমিরুল- কানায় প্যানেল থেকে নির্বাচিত অন্যরা হলেন সহ-সভাপতি নাসির উদ্দিন, মোজাম্মেল হক, যুগ্ম-সম্পাদক মমিনুল ইসলাম, মেহেদি আরাফাত পাশা, সাংগঠনিক সম্পাদক সানোয়ার হোসেন, কোষাধক্ষ্য শরিফুল ইসলাম, প্রচার সম্পাদক খন্দকার নাজমুল হোসাইন, এবং কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান, গিয়াসউদ্দিন মোঃ তুহিন । এদিকে নীল প্যানেল থেকে বিজয়ী আব্দুস সাত্তার জাহিদ ৬৮ ভোট পেয়ে প্রথমবারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নির্বাচন অপর প্রার্থী শাহাদুল ইসলাম কানায় ৪৮ ভোট। বিজয়ী অন্য প্রার্থীরা হল দপ্তর সম্পাদক জিয়াউর রহমান,নির্বাহী সদস্য শামীম রেজা, সোহেল রানা।
পৌরসভার বার্ষিক বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
মেহেরপুর পৌরসভার আয়োজনে পৌরসভার বার্ষিক বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার চুয়াডাঙ্গার তালসারি ডিসি ইকোপার্কে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ গোলাম রসুল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ ইয়ারুল ইসলাম,শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান ,প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, পৌর কাউন্সিলর আল মামুন, নুরুল আশরাফ রাজীব, জাফর ইকবাল, সোহেল রানা ডলার,মীর জাহাঙ্গীর হোসেন সহ পৌরসভার কর্মকর্তা কর্মচারীগণ সেখানে উপস্থিত ছিলেন। পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মেহেরপুর পল্লী বিদ্যুত সমিতির কার্যালয়ে মুজিব কর্ণারের উদ্বোধন
মুজিববর্ষ উপলক্ষে তরুণ প্রজন্মের কাছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশ প্রেমের নানা বিষয় তুলে ধরে মেহেরপুরে পল্লী বিদ্যুত সমিতির প্রধান কার্যালয়ে মুজিব কর্ণারের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে পল্লী বিদ্যুত সমিতি প্রাঙ্গণে মুজিব কর্ণারের উদ্বোধন করেন আর ইবির পরিচালক প্রশাসন মোঃ মুকুল হোসেন। মেহেরপুর পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার নুর মোহাম্মদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, মেহেরপুর পল্লী বিদ্যুত সমিতি বোর্ডের সভাপতি জিনারুল বিশ^াস, সচিব তুষার আহম্মেদ ও এজিএস প্রশাসন সৈয়দ আমানুর রহমানসহ মেহেরপুর-চুয়াডাঙ্গার বিভিন্ন পরিচালক ও কর্মকর্তা-কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। মুজিব বর্ষ উপলক্ষে পল্লী বিদ্যুত সমিতির কার্যালয়ে সেবা গ্রহীতাদের প্রবেশ পথে বঙ্গ বন্ধু কর্ণার দেখতে পায় এ জন্য কার্যালয়ের মূল ফটকের পাশের একটি হল ঘরে বঙ্গবন্ধু কর্ণারের মাধ্যমে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বিভিন্ন চিত্র স্থাপন করা হয়। বছর জুড়ে সাধারণ মানুষের জন্য এ মুজিব কর্ণার খোলা থাকবে। কর্ণারে স্থান পেয়েছে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে লেখা প্রায় দুই শতাধিক বিভিন্ন বই ও দুই শতাধিক বিভিন্ন অনুষ্ঠানের ছবি ।

