চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আরো ৪ জন হোম কোয়ারেন্টাইনে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, মার্চ ১৬, ২০২০

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আরো ৪ জন হোম কোয়ারেন্টাইনে


জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভারত ফেরত ৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর মধ্যে একজন ভারতীয় ও তিনজন বাংলাদেশী নাগরিক। তারা সম্প্রতি ভারত সফর করেছেন বলে উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে। 

 এ প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: সারওয়ার জাহান জানান, সিভিল সার্জন অফিস সূত্রে খবর পেয়ে গোমস্তাপুর উপজেলায় ৪ জন ভারত ফেরত ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে পরামর্শ দেওয়া হয়েছে। 

এদের মধ্যে একজন ভারতীয় নাগরিকের সাথে উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি সুস্থ রয়েছেন বলে জানান। অন্যদের সঙ্গে মোবাইলে যেগাযোগ করা হলে তাদের কোন সাড়া পাওয়া যায়নি।

 তিনি আরো জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ টি আই সোলেশন বেড তৈরি রয়েছে। এছাড়া করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসার্থে গত ১১ মার্চ ৮ সদস্য বিশিষ্ট একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here