নিজস্ব প্রতিনিধি :কুড়িগ্রামে অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের সাংবাদিক আরিফুল ইসলামকে গভীর রাতে নিজ বাসা থেকে তুলে নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক বছরের কারাদন্ড দেয়ার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহম্মেদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন নিউ এইজ পত্রিকার টাঙ্গাইল জেলা প্রতিনিধি হাবিব খান, ইনডিপেনডেন্ট টেলিভিশনের টাঙ্গাইল প্রতিনিধি মামুনুর রহমান, বিটিভি’র টাঙ্গাইল প্রতিনিধি জে সাহা জয়, বাংলা ট্রিবিউনের টাঙ্গাইল প্রতিনিধি এনায়েত করিম বিজয় প্রমুখ। 
এসময় উপস্থিত সাংবাদিকরা আরিফুল ইসলামকে অবৈধভাবে ভ্রাম্যমাণ আদালত চালিয়ে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা পুনরায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমেই তাকে মুক্তি প্রদান করে সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনার জোর দাবী জানান। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

