ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী চারঘাট এম এ হাদী কলেজে রেনেসা সাহিত্যের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। রেনেসা সাহিত্যের সভাপতি অধ্যক্ষ শাহাজউদ্দিনের সভাপেিত্ব প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ^বিদ্যালয়ের ইসলামি ইতিহাসের অধ্যাপক ড. মাহফুজুর আকন্দ।
“ শিল্প ও সাহিত্যে বঙ্গবন্ধু” এই প্রতিপাদ্যে স্লোগান নিয়ে আজ বুধবার বিকালে এম এ হাদী কলেজ থেকে একটি র্যালী উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সভা কক্ষে একটি কেক কেটে ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। এসময় কবি কন্ঠে কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে পৌর আ’লীগ সম্পাদক একরামুল হক, রেনেসা সাহিত্যের সম্পাদক রেজা হাছান বাচ্চু, আর্ন্তজাতিক ও যোগাযোগ সম্পাদক সাংবাদিক ওবায়দুল ইসলাম রবি, ডিজিটাল ও প্রচার সম্পাদক সুজন আহমেদ, কবি ও সাহিত্যিক সহ-আধ্যাপক আলতাব হোসেন, পরিনা, মাতিউর রহমান, মুকুল কেশরী, এরফানসহ অনেক কবি ও সাহিত্যিক উপস্থিত ছিলেন।

