কাউখালী প্রতিনিধি: পিরোজপুরের কাউখালী উপজেলার ৫২ নং কুমিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন কাউখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মৃদুল আহম্মেদ সুমন। বিশেষ অতিথি ছিলেন আমরাজুড়ী ইউপি চেয়ারম্যান শেখ শামচ্ছুদ্দোহা চাঁন, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক শাহীদা হক প্রমুখ। এসময় বিদ্যালয় শিক্ষক বৃন্দসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এদিকে নুরানী কিন্ডারগার্টেন মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান তালুকদার পল্টন। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সমাজ সেবক আব্দুল লতিফ খসরু, সমাজসেবক মোস্তাফিজুর রহমান, কাউখালী শ্রমিকলীগের সহ-সভাপতি আবদুস সালাম খান সহ মাদ্রাসা শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাউখালী নুরানী কিন্ডারগার্টেন মাদ্রাসার পরিচালক পরিষদের সভাপতি অধ্যাপক মোঃ হুমায়ুন কবির।

