চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের আমনুরায় র্যাব সদস্যরা অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ ১ মহিলাকে আটক করেছে। গত সোমবার রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের তহশিল অফিসের সন্নিকট থেকে র্যাব-৫ সদস্যরা তাকে আটক করে। আটককৃত হচ্ছে, রাজশাহী জেলার তানোর উপজেলার চিনাপাড়ার আব্দুল ময়েজ প্রধানের স্ত্রী মোসাঃ ববিতা খাতুন (২৫)।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ ক্যাম্প প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানী কমান্ডার সিনিয়র এএসপি এ, কে, এম, এনামুল করিমের নেতৃত্বে র্যাবের একটি দল সোমবার রাত সাড়ে ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা তহসিল অফিসের সন্নিকটে পশুহাট এলাকায় অভিযান চালিয়ে উক্ত মহিলাকে গাঁজাসহ আটক করে। এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।