জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ: ভূমিকম্প ও অগ্নিকান্ড নির্বাপন মহড়ার মধ্যদিয়ে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
এবারের স্লোগান “দুর্যোগ ঝুঁকিহ্রাসে পূর্বপ্রস্তুতি, টেকসই উন্নয়নে আনবে গতি”।
এ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের সহযোগিতায় আজ মঙ্গলবার সকালে র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নবাবগঞ্জ সরকারি কলেজে গিয়ে শেষ হয়।
র্যালির নেতৃত্ব দেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক। পরে, নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে ভূমিকম্প ও অগ্নিকান্ড নির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়।
শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শঙ্কর কুমার কুন্ডু, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হোসেন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা হাসানুজ্জামান ফৌজদার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চাঁপাইনবাবগঞ্জের সহকারি পরিচালক মোঃ সাবের আলী, সদর ্উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মৌদুদ আলম খাঁ প্রমুখ।
বক্তারা বলেন, ভৌগলিক অবস্থান ও জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবের কারণে বাংলাদেশ ঘূর্ণিঝড়, জলোচ্ছাস, বন্যা, নদী ভাঙ্গন, ভূমিকম্প অসময় মাত্রাতিরিক্ত বৃষ্টি হচ্ছে। ফলে জীবন-জীবিকার পাশাপাশি প্রাকৃতিক সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগকে প্রতিহত করা না গেলেও দুর্যোগ মোকাবিলায় পূর্ব প্রস্তুতির মাধ্যমে জীবন ও সম্পদেও ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব।