জবিতে নিপীড়নের বিরুদ্ধে গণস্বাক্ষর - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, মার্চ ১১, ২০২০

জবিতে নিপীড়নের বিরুদ্ধে গণস্বাক্ষর


মাসুদ আলম,জবি প্রতিনিধি:
দুই নারী শিক্ষার্থীকে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা ও দেশের সকাল প্রকার নিপীড়নের বিরুদ্ধে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।


মঙ্গলবার (১০ মার্চ) ‘স্বাধিকার আন্দোলন’ ও ‘উই আর রিহ্যাসারস’ উদ্যোগে এই গণস্বাক্ষর কর্মসূচি হয়।

এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিবাদ মূলক উক্তি, ভাষা ও প্রতিবাদী চিত্র দিয়ে গণস্বাক্ষর করেন তারা।

প্রতিবাদী চিত্রে শিক্ষার্থীরা- ‘নারীকে নারী নয় নিজের মা, বোন ভাবতে শিখুন, নারী-মা একই সত্ত্বা। সুতরাং তাদেরকে সম্মান করতে শিখুন, যে স্তন্যের রস তোমার শরীরের রয়েছে, সে স্তন্যের রসের প্রতি তোমার হিংস্র আচরণ কেন?’ শীর্ষক বার্তা তুলে ধরেন।

এ ব্যাপারে উই আর রিহ্যাসারসের মুখপাত্র আবদুল্লাহ আল নোমান বলেন, ‘উই আর রিহ্যাসারস’ একটি সামাজিক সচেতনতা মূলক দল। যেটি ব্রিটিশ কাউন্সিল এবং দি হাঙ্গার প্রোজেক্টের অধীনে সমাজকে সচেতন করার লক্ষ্যে বিভিন্ন ধরণের সামাজিক সচেতনতা মূলক কাজ করে থাকে।

Post Top Ad

Responsive Ads Here