মুজিব শতবর্ষ উপলক্ষে ফরিদপুরে পরিচ্ছন্নতা অভিযান শুরু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, মার্চ ১৬, ২০২০

মুজিব শতবর্ষ উপলক্ষে ফরিদপুরে পরিচ্ছন্নতা অভিযান শুরু

ফরিদপুর প্রতিনিধি :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে সদর আসনের এমপি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের দিক নির্দেশনায় ও ফরিদপুরে শহর আওয়ামীলীগের উদ্যোগে পৌরসভার ২৭টি ওয়ার্ডে শতদিন ধরে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।


সোমবার সকাল নয়টার দিকে শহরের বদরপুর মোড়ে এর উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।


শহর আওয়ামীলীগের সভাপতি নাজমুল ইসলাম খন্দকার লেভীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু, শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত, মাহফুজুর রহমান মামুন প্রমুখ।


এদিকে এই উদ্যোগকে স্বাগত জানিয়ে শহরবাসীও একইসাথে নেমে পড়েছে পরিচ্ছন্নতায়।

Post Top Ad

Responsive Ads Here