মেহেরপুরে গরু বোঝাই গাড়ির ধাক্কায় মহিলার মর্মান্তিক মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, মার্চ ১৭, ২০২০

মেহেরপুরে গরু বোঝাই গাড়ির ধাক্কায় মহিলার মর্মান্তিক মৃত্যু


মেহের আমজাদ,মেহেরপুর :মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল নামক স্থানে গরু বোঝাই লাটা হাম্বারের(অবৈধ্য ইঞ্জিন চালিত) ধাক্কায় মুক্তি খাতুন নামের এক মহিলার মর্মান্তিক মৃত্যু হয়েছে।


 গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। মুক্তি খাতুন মেহেরপুর সদর উপজেলার দরবেশপুর গ্রামের ফারুক হোসেনের স্ত্রী। জানা গেছে মুক্তি খাতুন সহ তার কয়েকজন সঙ্গী নিয়ে চাঁদবিলে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল এ সময় মেহেরপুর থেকে গরু বোঝাই একটি লাটা হাম্বার রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মুক্তি খাতুনকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে মেহেরপুর সদর থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। স্থানীয় ও পুলিশের সহযোগিতায় লাটা হাম্বার ও চালককে আটক করা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here