মেহের আমজাদ,মেহেরপুর:
মেহেরপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় একটি চায়ের দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দুপুরের দিকে মেহেরপুর শহরের বাসস্ট্যান্ড এলাকার সাাজুর চায়ের দোকানে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ সময় দোকান বন্ধ ছিল। অগ্নিকান্ডের খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার জাহিদুল ইসলামের নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। স্টেশন অফিসার জাহিদুল ইসলাম জানান বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে।

