ঘাটাইলে পুলিশের গুলিতে নিহত আতিকের স্মরনসভা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, মার্চ ১৬, ২০২০

ঘাটাইলে পুলিশের গুলিতে নিহত আতিকের স্মরনসভা


জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল:
টাঙ্গাইলের ঘাটাইলে পুলিশের গুলিতে নিহত আতিক’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে শহীদ আতিক’র কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পন করেন টাঙ্গাইল জেলা কৃষক লীগ, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা কৃষক লীগের (প্রস্তাবিত) সম্মেলন প্রস্তুতি কমিটি। পরে ঘাটাইল উপজেলা কৃষক লীগের (প্রস্তাবিত) সম্মেলন প্রস্তুতি কমিটির উদ্যোগে নিহত আতিক’র স্মরনসভা অনুষ্ঠিত হয়। 

রোববার (১৫ মার্চ) বিকালে শহীদ আতিক’র নিজ বাড়ীতে উপজেলা কৃষক লীগের (প্রস্তাবিত) সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ওই স্মরনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু, প্রধান আলোচক টাঙ্গাইল জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এড. মোহাম্মদ শামস্ উদ্দিন।

এ সময় সভায় আরও উপস্থিত ছিলেন, সাবেক ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম খান হেস্টিং, আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান আজাদ, টোঙ্গাইল জেলা কৃষক লীগের সহ-সভাপতি জমির উদ্দিন আমিরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, সমবায় বিষয়ক সম্পাদক উত্তম কুমার ঘোষ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঘাটাইল উপজেলা কৃষক লীগের (প্রস্তাবিত) সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য আবুবকর সিদ্দিকী।
স্মরনসভা শেষে শহীদ আতিক’র বসুবাড়ী গ্রামের বাড়ীতে গরীব দুস্থ্যদের মাঝে খাবার বিতরণ করা হয়।

উল্লেখ্য, বিগত ১৯৯৫ সালের ১৫ মার্চ ঘাটাইলে কৃষকদের সারের দাবিতে বিক্ষোভ মিছিল চলাকালীন বিএনপি সরকারের পুলিশ বাহিনীর গুলিতে কৃষক আতিকুর রহমান (আতিক) নিহত হন।

Post Top Ad

Responsive Ads Here