![]() |
| প্রতিকি ছবি। |
ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর চারঘাট উপজেলায় স্বামীর উপর অভিমান করে স্ত্রী আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে। ০৩ সন্তানে জননী পান্না বেগম (৪২) নামের এক গৃহবধূ গলায় উড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। নিহত গৃহবধূ উপজেলার চামটা গ্রামের মাজেদুর রহমানের স্ত্রী।
চারঘাট মডেল থানা পুলিশ আজ রবিাবার দুপুরের দিকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে প্রেরণ করেছে। ময়না তদন্তের পরে রহস্য আরো পরিস্কার হবে আসল রহস্য। আত্মহত্যার পেছনের কারন জানতে নিহতের স্বামী মাজেদুর রহমান ও শ্বশুর আমেজ আলীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে গত শনিবার রাতে নিজ শয়ন কক্ষে গলায় ওড়না পেচিয়ে তিনি আত্মহত্যা করেছে এমনটাই বক্তব্য দিয়েছেন মডেল থানার ভারপাপ্ত কর্মকর্তা সমিত কুমার কুন্ডু।

