টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
টাঙ্গাইলের মধুপুরে ১৯৫ পিস ইয়াবাসহ ফারুক হায়দার ওরফে রমজান (২৯) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে টাঙ্গাইল র্যাব-১২। শুক্রবার সকালে মধুপুর পৌর এলাকার গোপদ বাজার থেকে র্যাব তাকে আটক করে। আটক মাদক ব্যবসায়ী ফারুক হায়দার ওরফে রমজান মধুপুর উপজেলার আউশনারা গ্রামের আব্দুল মালেকের ছেলে।
টাঙ্গাইল র্যাব-১২, সিপিসি-৩, কোম্পানির ভারপ্রাপ্ত কমান্ডার মো. আবুল কাশেম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর উপজেলা থেকে গোপালপুরগামী রাস্তার গোপদনামক বাজারে শাহীনের ভাঙ্গারীর দোকানের সামন থেকে মাদক ব্যবসায়ী রমজানকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশী করে ১৯৫ পিস ইয়াবা, একটি মোবাইল ফোন, ২টি সিম কার্ড ও ইয়াবা বিক্রির ৫ হাজার ৭‘শত টাকা পাওয়া যায়। মধুপুর থানার ওসি তারিক কামাল জানান, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের হয়েছে।