মেহের আমজাদ,মেহেরপুর:
সৌদি আরব ফেরত যুবক মেহেরপুর জেনারেল হাসপাতালে সর্দি,কার্শি ও জ্বর নিয়ে ভর্তি হবার পর করোনা ভাইরাস সন্দেহে ঢাকায় রেফার্ড করা হলে চিকিৎসকরা তানভির আহমেদ তুষার (২৭) করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি বলে জানিয়েছেন।
মেহেরপুর শহরের শেখ পাড়ার তুষারের শরীরের করোনা ভাইরাসের কোনো আলামত পাওয়া পায়নি চিকিৎসকরা। গতকাল বুধবার ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাকে বাড়ি চলে যাওয়ার নির্দেশ দিয়েছেন। মেহেরপুর শহরের শেখ পাড়ার কুদরতের ছেলে তুষার তিন বছর পর সৌদি আরব থেকে ছুটিতে বাড়ি আসেন গত সপ্তাহে। টানা ভ্রমণ সহ আবহাওয়া পরিবর্তনের কারণে সে ঠান্ডা ও সর্দি জ্বরে আক্রান্ত হয়। গত মঙ্গলবার তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দিতে গেলে যেহেতু সে প্রবাস থেকে বাড়িতে এসেছে সে কারণে তাকে সন্দেহ করা হয়। এই সন্দেহের সূত্র ধরেই তাকে জেনারেল হাসপাতালে ভর্তি হওয়ার কথা বলা হয়। পরে তুষারের পরিবারের লোকজন তুষারকে নিয়ে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তুষারের শরীরে করোনা ভাইরাসের কোনো আলামত পাওয়া যায়নি বলে চিকিৎসকরা নিশ্চিত করেন। তুষার এর পিতা কুদরত মুঠোফোনে সৌদি আরব থেকে জানান আমার ছেলে তিন বছর থাকার পর কিছুদিনের ছুটিতে তাকে বাড়ি পাঠিয়েছি। অতিরিক্ত ভ্রমণের কারণে এবং আবহাওয়া পরিবর্তনের ফলে তার ঠান্ডা লাগে।গতকাল বুধবার রাতে তুষারের মা তাহেরা খাতুন জানান,আমার ছেলে তুষার এখন ভালো আছে আমার ছেলেকে নিয়ে মেহেরপুর ফিরছি।

