কাতারে আরও ২৩৮ প্রবাসীর দেহে করোনা ভাইরাস - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২০

কাতারে আরও ২৩৮ প্রবাসীর দেহে করোনা ভাইরাস


সময় বিদেশ/স্বাস্থ্য:
মধ্যপ্রাচ্যের দেশ কাতারে আরও ২৩৮ প্রবাসীর দেহে প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি পেয়েছে দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয়। তবে এদের মধ্যে কোনো বাংলাদেশি আছেন কিনা তা জানা যায়নি।

দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, একই আবাসিক ভবনে বসবাসকারী তিনজনের সংস্পর্শে এসে এই ২৩৮ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে কাতারে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৬২ জনে।

করোনাভাইরাসের বিস্তার ও সংক্রমণ নিয়ন্ত্রণেল লক্ষ্যে ইতোমধ্যে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে কাতার। সোমবার দেশটির সরকার এই ঘোষণা দেয়।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয়। এখন পর্যন্ত ১ লাখ ১৯ হাজার ২১৭ জন প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। মারা গেছে ৪ হাজার ২৯৯ জন।

অপরদিকে করোনায় আক্রান্ত ৬৬ হাজার ৫৬৩ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

বিশ্বের ১১৯টি দেশ ও অঞ্চলে এই ভাইরাসের প্রকোপ ছড়িয়েছে। শুধুমাত্র চীনের মূল ভূখণ্ডেই করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৭৭৮ এবং মৃত্যু হয়েছে ৩ হাজার ১৫৪ জনের।
চীনের পর করোনায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি ইতালিতে। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬৩১ জনের।

Post Top Ad

Responsive Ads Here