মাস্কের সর্বোচ্চ খুচরা মূল্য ৩০ টাকা নির্ধারণ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২০

মাস্কের সর্বোচ্চ খুচরা মূল্য ৩০ টাকা নির্ধারণ


সময় স্বাস্থ্য:
দেশের বিভিন্ন স্থানে বাড়তি দামে মাস্ক বিক্রির দায়ে ব্যবস্থা নিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এরই মধ্যে ওষুধ প্রশাসন অধিদফতর সার্জিক্যাল মাস্কের সর্বোচ্চ খুচরা মূল্য ৩০ টাকা নির্ধারণ করে দিয়েছে। 

বুধবার রাজধানীর মহাখালীতে ওষুধ প্রশাসন অধিদফতরের সম্মেলন কক্ষে করোনাভাইরাস সংক্রমণ রোধে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ নিশ্চিত করতে এবং মূল্য নিয়ন্ত্রণ বিষয়ে আয়োজিত এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বলা হয়েছে, নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে মাস্ক বিক্রি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো একই ডিস্ট্রিবিউটরকে একটি ইনভয়েসে পাঁচশ পিসের বেশি মাস্ক সরবরাহ করতে পারবে না।

এসময় অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি, মেডিকেল ডিভাইস ইম্পোটার্স অ্যাসোসিয়েশন, ঔষধ ও মেডিকেল ডিভাইস উৎপাদনকারী ও আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Post Top Ad

Responsive Ads Here