সচেতনতা বাড়াতে রাস্তায় ফরিদপুরের ডিসি ও এসপি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২০

সচেতনতা বাড়াতে রাস্তায় ফরিদপুরের ডিসি ও এসপি

ফরিদপুর প্রতিনিধি :
জনসাধারণকে করোনা ভাইরাসে আতংকিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিতে এবার রাস্তায় নামলেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার ও পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান।


বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার সময় ফরিদপুর শহরের মুজিব সড়কে জেলা প্রশাসক অতুল সরকার ও পুলিশ সুপার আলিমুজ্জামান হাতে করোনা ভাইরাস প্রতিরোধে করণী বিষয়ক লিফলেট ও মাস্ক নিয়ে সড়কে চলাচলকারি মানুষের দ্বারে দ্বারে গিয়ে বিতরণ করেন।
এসময় সরকারি এই দুই কর্মকর্তা তাদের (মানুষকে) ভাইরাস বিষয়ে আতংকিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দেন।


এই প্রচারণায় বিভিন্ন বয়সী নারী-পুরুষ এগিয়ে এসে করোনা ভাইরাস প্রতিরোধে করণী বিষয় শোনেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোহাম্মদ আসলাম মোল্লা, ট্রাফিক ইন্সেপেক্টর মো. ইলিয়াস হোসেন, জেলা মুক্তিযুদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল ফয়েজ শাহনেওয়াজ প্রমুখ ।


জেলা প্রশাসক অতুল সরকার বলেন, নিয়মিত সাবান দিয়ে হাত পরিস্কার রাখতে হবে, জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দিয়ে বলেন, অপ্রয়োজনে শিশুদের ঘরের বাইরে আনা বিরত থাকতে হবে। শারীরিক কোনো সমস্যা দেখা দিলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ গ্রহনের আহবান জানান।

Post Top Ad

Responsive Ads Here