ফরিদপুর কোতয়ালী থানা পুলিশের উদ্যোগে মধ্যবিত্তদের জন্য খাদ্যসামগ্রী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২০

ফরিদপুর কোতয়ালী থানা পুলিশের উদ্যোগে মধ্যবিত্তদের জন্য খাদ্যসামগ্রী


সঞ্জিব দাস, ফরিদপুর থেকে :
ফরিদপুরে কোতয়ালী থানা পুলিশের উদ্যোগে সকল গোপনীয়তা রক্ষা করে মধ্যবিত্ত পরিবারের মাঝে রাতের আধারে খাদ্য সামগ্রী বিতরন করা হচ্ছে। বেশ কিছু দিন ধরে থানা পুলিশের সদস্যরা সকল গোপনীয়তা রক্ষা করে শহরের মধ্যবিত্ত বাড়িতে গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন। এতে এসকল কর্মহীন হয়ে পড়া মধ্যবিত্তরা পুলিশের এমন কর্মকান্ডকে দেখছেন একটি মহৎ ও ব্যতিক্রমধর্মী উদ্যোগ হিসেবে।  


করোনা ভাইরাসের প্রাদূর্ভাব মোকাবেলায় ফরিদপুররে চলছে অঘোষিত লগডাউন। জেলা প্রশাসনের নির্দেশ মতো জেলার সকল ব্যবসা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে রেখেছে ব্যবসায়ীরা। গত প্রায় একমাস ধরে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখায় অনেক মধ্যবিত্ত পরিবার এখন মানবেতর জীবনযাপন করছে। আর এমন পরিস্থিতে মধ্যবিত্ত পরিবারের পাশে এসে দাড়িয়েছেন ফরিদপুর কোতয়ালী থানা পুলিশ।  


ফরিদপুর জেলায় সমাজের নিন্ম আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করলেও মধ্যবিত্ত পরিবারগুলোর কথা ভাবছে না কেউ। আর বিভিন্ন জায়গা থেকে মধ্যবিত্তদের জন্য কিছু করার কথা বলা হচ্ছিলো সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন স্থান থেকে। আর ঠিক এসময় কোতয়ালী থানা পুলিশ মধ্যবিত্তদের জন্য এগিয়ে এসেছেন একটি উদাহরন সৃষ্টি করে। 


এরআগে ফরিদপুর জেলা পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের জন্য খাদ্য সামগ্রী বিতরণ করছেন যা প্রথম থেকে চলমান রেখেছেন জেলা জুরে। যার মাধ্যমে হাজারো মানুষ উপকৃত হচ্ছে এই দূর্যোগ কালীন সময়ে। 


কোতয়ালী থানার অফিসিয়াল আইডিতে থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং সেকেন্ড অফিসারের মোবাইল নাম্বার দিয়ে পোষ্ট করে বলা হয় যদি কোন পরিবার খাদ্য সংকটে থাকেন তাহলে কোতয়ালী থানার ওসি এবং সেকেন্ড অফিসারের নাম্বারে ফোন দেওয়ার জন্য। আর ফোন দিলেই ঠিকানা অনুযায়ী পুলিশ সদস্যরা বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন। ইতিমধ্যে কয়েক’শ পরিবারের মাঝে ফরিদপুর কোতয়ালী থানা পুলিশের উদ্যোগে গোপনীয়তা রক্ষা করে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। 


এ কর্মকান্ডের প্রধান উদ্যক্তা কোতয়ালী থানার দ্বিতীয় সর্বোচ্চ কর্মকর্তা বেলাল হোসেন জানান, এই দূর্যোগপূর্ন সময়ে সমাজের নিন্ম আয়ের মানুষদেরকে সবাই সাহায্য করছে অথচ মধ্যবিত্ত পরিবারগুলোর দিকে কেউ কোন সাহায্যর হাত বাড়াচ্ছে না। এই মধ্যবিত্ত পরিবারগুলো কারো কাছে হাত পেতে সাহায্য চাইতে না পেরে অসহায় হয়ে পরেছে। আর তাই আমরা কোতয়ালী থানা পুলিশ আমাদের সামর্থ অনুযায়ী তাদের পাশে থাকার চেষ্টা করছি। এ ধারা সামনের দিনে অব্যাহত থাকবে। তিনি বলেন আমাদের থানায় কর্মরতদের নিজেদের অর্থ ও নিজেদের রেশনের চাল থেকে এ ব্যয় নিার্বহ করা হচ্ছে। 


এ বিষয়ে ফরিদপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোর্শেদুল আলম জানান, প্রায় একমাস ধরে করোনা ভাইরাস মোকাবেলা করার জন্য মধ্যবিত্ত পরিবারগুলো ঘর থেকে বের হতে পারছে না। তাছাড়া তাদের কাছে মজুদকৃত খাদ্য শেষ হয়ে যাওয়ায় হতাশা দেখা দিয়েছিলো। আর তাই ফোন কলের ভিত্তিতে মধ্যবিত্ত পরিবারদেরকে গোপনীয়তা রক্ষার মাধ্যমে আমাদের পুলিশ সদস্যরা বাড়িতে বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে। 

Post Top Ad

Responsive Ads Here