দিশেহারা যুক্তরাষ্ট্র, একদিনে রেকর্ড মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২০

দিশেহারা যুক্তরাষ্ট্র, একদিনে রেকর্ড মৃত্যু



মহামারি করোনাভাইরাসের কারণে দিশেহারা হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় দেশটিতে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় আড়াই হাজার মানুষ। যা একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।


জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ২ হাজার ৪৮২ জন আক্রান্ত হয়ে মারা গেছেন। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৫২৯।

দেশটিতে করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৪৪ হাজার ৮৯ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৪৮ হাজার ৭০৮ জন।

যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন নিউইয়র্কে। এ অঙ্গরাজ্যে একদিনে প্রাণ হারিয়েছেন আরো ৭৫২ জন। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িছে ১১ হাজার ৫৮৬ জন। আর আক্রান্ত হয়েছেন দুই লাখ ১৪ হাজার ৬৪৮ জন। এরপর নিউজার্সিতে আক্রান্ত হয়েছেন ৭১ হাজার ৩০ জন, মারা গেছেন ৩ হাজার ১৫৬ জন।

এদিন আক্রান্তের সংখ্যায় মিশিগানকে টপকে তৃতীয়স্থানে উঠে এসেছে ম্যাসাচুসেটস। এ অঙ্গরাজ্যটিতে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজারের বেশি, মারা গেছেন ১ হাজার ১০৪ জন। মিশিগানে ২৮ হাজার ৫৯ জন আক্রান্ত ও ১ হাজার ৯২১ জনের মৃত্যু হয়েছে।


সময়/দেশ/প্রথম 

Post Top Ad

Responsive Ads Here