শেরপুরে জ্বর-শ্বাসকষ্টে ফেরিওয়ালার মৃত্যু, ১৫০ বাড়ি লকডাউন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, এপ্রিল ১৫, ২০২০

শেরপুরে জ্বর-শ্বাসকষ্টে ফেরিওয়ালার মৃত্যু, ১৫০ বাড়ি লকডাউন


শেরপুরে করোনা উপসর্গ নিয়ে লুড্ডু মিয়া নামে এক ফেরিওয়ালার মৃত্যু হয়েছে। বুধবার সকালে জেলা সদর হাসপাতালে নেয়ার পথে ওই ফেরিওয়ালার মৃত্যু হয়। তার বাড়ি পৌর শহরের মধ্য চাপাতলী এলাকায়। 


তিনি জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। এ নিয়ে করোনা উপসর্গে জেলায় চারজনের মৃত্যু হয়েছে।

গত রোববার থেকে লুড্ডু মিয়া জ্বর ও সর্দিতে ভোগছিলেন। মঙ্গলবার রাত থেকে শুরু হয় তীব্র শ্বাসকষ্ট। পরে মুঠোফোনে চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ খাওয়ানো হয়। কিন্তু তারপরও তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। বুধবার সকালে জেলা সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃতের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। তা পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে।

এ ঘটনায় মৃতের বাড়িসহ আশপাশের ১৫০টি বাড়ি লকডাউন করেছে জেলা প্রশাসন।



সময়/দেশ/রাজ

Post Top Ad

Responsive Ads Here