তিন ঘণ্টা রাস্তায় পড়েছিল রিকশাচালকের মরদেহ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, এপ্রিল ১৫, ২০২০

তিন ঘণ্টা রাস্তায় পড়েছিল রিকশাচালকের মরদেহ


চাঁপাইনবাবগঞ্জ শহরের বিশ্বরোড এলাকায় এক রিকশাচালকের আকস্মিক মৃত্যুর পর ছড়িয়ে পড়ে করোনা আতঙ্ক। ওই রিকশাচালক করোনাভাইরাসে আক্রান্ত কিনা তা পরীক্ষার জন্য এরমধ্যে নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। 


৫০ বছর বয়সী ওই রিকশাচালকের বাড়ি সদর উপজেলার বারঘোরিয়া এলাকায়।

প্রত্যক্ষদর্শী ও চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী জানান, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বিশ্বরোড এলাকায় হঠাৎ ওই রিকশাচালকের মারা যান। এরপরই এলাকায় করোনা আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর প্রায় তিনঘণ্টা রিকশাচালকের কাছে কেউ যাননি।

পরে স্বাস্থ্য বিভাগের একটি টিম সেখানে যান এবং করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের পর মরদেহ উদ্ধার করেন। 

সিভিল সার্জন আরো জানান, যেহেতু এখন করোনার প্রকোপ চলছে তাই ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। ওই ব্যক্তিকে বিশেষ ব্যবস্থায় দাফন করা হবে। 



স ময়/নাজ/জেলা

Post Top Ad

Responsive Ads Here