‘জীবন বাজি রেখে চিকিৎসা দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন ডা. মঈন’ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২০

‘জীবন বাজি রেখে চিকিৎসা দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন ডা. মঈন’


মহামারি করোনাভাইরাসে সৃষ্ট মানবিক সংকটে নিজের জীবন বাজি রেখে চিকিৎসা সেবা প্রদানকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন বীরত্ব গাথা ও আত্মত্যাগের মহৎ দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ডা. মঈনের আত্মত্যাগ বাঙালি জাতি চিরকাল স্মরণ করবে বলেও তিনি উল্লেখ করেন।

বুধবার এক শোক বার্তায় ওবায়দুল কাদের ডা. মঈনসহ করোনায় আক্রান্ত হয়ে দেশে-বিদেশে সব বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

তিনি বলেন, ডা. মঈন যুগ যুগ ধরে আর্তমানবতার সেবায় নিয়োজিতদের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন। আওয়ামী লীগের পক্ষ থেকে দেশপ্রেমিক এই চিকিৎসকের প্রতি বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।

শোক বিবৃতিতে ওবায়দুল কাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। বিবৃতিতে তিনি ডা. মঈনের আত্মার মাগফেরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।



সময়/দেশ/রাজ/জাতীয়

Post Top Ad

Responsive Ads Here