দীর্ঘদিন সাগরে ভেসে টেকনাফে ফিরলেন তিন শতাধিক রোহিঙ্গা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২০

দীর্ঘদিন সাগরে ভেসে টেকনাফে ফিরলেন তিন শতাধিক রোহিঙ্গা


কক্সবাজারে টেকনাফে মালয়েশিয়া থেকে ফেরা তিন শতাধিক রোহিঙ্গাকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। তাদের মধ্যে বেশির ভাগ নারী ও শিশু।


বুধবার রাতে উপজেলার বাহারছড়া ইউপির শামলাপুরের নৌ-ঘাট এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। তারা উখিয়া-টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

টেকনাফ কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম সোহেল রানা বলেন, রোহিঙ্গা-বোঝাই একটি বড় জাহাজ নৌ-ঘাট দিয়ে টেকনাফে ঢোকার চেষ্টা করে। এ সময় তিন শতাধিক রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে। তারা বেশ কিছু দিন আগে সাগরপথে মালয়েশিয়া রওনা হন। কিন্তু সেখানে ভিড়তে না পেরে আবার চলে আসেন। তবে এ সংখ্যা কম বেশিও হতে পারে।

ফেরত আসা রোহিঙ্গা মো. জোবাইর জানান, দুই মাস আগে ৪৮২ জন রোহিঙ্গা নিয়ে একটি ট্রলার মালয়েশিয়ায় রওনা দেয়। কিন্তু সে দেশে কড়াকড়ির কারণে ঢুকতে না পেরে ফিরে আসে। সাগরে এত দিন ভাসমান ছিলেন তারা। ট্রলারে ৩৪২ জন রয়েছেন। ট্রলারে ২৮ জন মারা গেছেন।

উদ্ধার হওয়া রোহিঙ্গাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান টেকনাফের ইউএনও মো. সাইফুল ইসলাম।



সময়/আন্ত/বাংলা

Post Top Ad

Responsive Ads Here