চাল আত্মসাতের অভিযোগে চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, এপ্রিল ১৭, ২০২০

চাল আত্মসাতের অভিযোগে চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা


বগুড়ায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগে শিবগঞ্জ উপজেলার মাঝিহট্র ইউপি চেয়ারম্যান মির্জা গোলাম হাফিজ সোহাগের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।


দুদক বগুড়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বাদী হয়ে শুক্রবার দুপুরে নিজ কার্যালয়ে মামলাটি দায়ের করেন। তার বিরুদ্ধে ৩৩০ কেজি চাল আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।  

কর্মহীনদের চাল আত্মসাতের অভিযোগে গত ১৫ এপ্রিল রাতে শিবগঞ্জ থানা পুলিশ তাকে ৩৩০ কেজি চালসহ আটক করে। পরে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে তাকে ১৬ এপ্রিল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান বলেন, যেহেতু অভিযুক্ত ব্যক্তি একজন জনপ্রতিনিধি তাই আইন অনুযায়ী মামলাটি দুদকই করবে।

বগুড়ায় দুদক কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, তার দায়ের করা মামলায় ইউপি চেয়ারম্যান মির্জা গোলাম হাফিজ সোহাগকে গ্রেফতার দেখানো হয়েছে। তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। শনিবার অথবা রোববার তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।



সময়/দেশ/রাজ

Post Top Ad

Responsive Ads Here