আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দেশের খেটে খাওয়া মানুষের জীবন-জীবিকা ও অর্থনীতির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১২ বিলিয়ন ডলার বা ১ লাখ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন, যা দেশের মোট জিডিপির ৩.৩ শতাংশ।
শুক্রবার রাজধানীর মিন্টু রোডে নিজ সরকারি বাসভবনে সমসাময়িক বিষয়ে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, দেশের সঙ্কটে জনগণের জন্য যে ত্রাণ দিয়েছে সরকার তা নিয়ে কোনো অনিয়ম হলে সে যে দলেরই হোক, ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিএনপির উদ্দেশ্যে তথ্যমন্ত্রী বলেন, দেশের এই ক্রান্তিকালে সবার উচিৎ জনগণের পাশে দাঁড়ানো। এই সময় কোনো উস্কানি না দিয়ে জনগণের পাশে দাঁড়ান।
সময়/জাতীয়/রাজ