দ্রুত মাস্ক বানানো উপায় জানালেন সানি ছবি সহ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, এপ্রিল ১৭, ২০২০

দ্রুত মাস্ক বানানো উপায় জানালেন সানি ছবি সহ



করোনাভাইরাসের কারণে এখন সবাই সচেতন। আর তাই বেড়েছে মাস্কের এর চাহিদাও। কিন্তু দোকানে বেশি টাকা দিয়েও মিলছে না মাস্ক। সে কারণেই নিজের মাস্ক নিজেদেরই বানানোর পরামর্শ দিয়েছেন সানি লিওন। যদি খুব দ্রুত কাজ চালানোর মতো মাস্ক তৈরি করে নিতে হয় তখন কী করবেন? নেটাগরিকদের সে পথ দেখালেন নায়িকা।

তার ইনস্টাগ্রাম হ্যান্ডলে বৃহস্পতিবার এমনই কয়েকটি ছবি পোস্ট করেছেন। সানি লিওনি এ দিন ইনস্টায় পাঁচটি ছবি পোস্ট করে লিখেছেন, যখন ৩০ সেকেন্ডে মাস্ক বানাতে হবে। অর্থাৎ দ্রুত মাস্ক জোগাড়ের উপায় বললেন তিনি। 

ছবিগুলিতে দেখা যাচ্ছে তিনি কখনো বাচ্চাদের ডায়াপারকে মাস্ক হিসেবে ব্যবহার করছেন আবার কখনো ওড়নার মতো কিছু দিয়ে মুখ ভাল করে ঢেকে নিয়েছেন। এগুলির সঙ্গে খেলার ছলে তাকে আবার স্পাইডারম্যানের মাস্ক পরতেও দেখা গিয়েছে।

পাঁচটি ছবিতে সানি নানানভাবে মুখাবরণ ব্যবহার করেছেন। আর প্রতিটি ছবির জন্য তিনি আলাদা আলাদা পোশাক ব্যবহার করেছেন। সানির এই ডায়াপারে মুখ ঢেকে তোলা ছবিটি বেশ ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

সানির এই পোস্ট পাঁচ ঘণ্টাতেই প্রায় ছ’লাখ লাইক পেয়েছে। সেই সঙ্গে প্রচুর কমেন্ট ও শেয়ার পেয়েছে। অনেকে নেটাগরিকই তার এমন বুদ্ধি ও মজাদার কাণ্ডকারখানার জন্য তারিফ করেছেন। তবে এই ধরনের মাস্ক করোনাভাইরাস সংক্রমণ আটকানোর ক্ষেত্রে কার্যকর কিনা তা জানা যায়নি।

সানি লিওনের মাস্ক বানানো ছবিগুলো দেখতে >>>এখানে<<< ক্লিক করুন।

Post Top Ad

Responsive Ads Here