১০ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী দিলেন শামীম ওসমান - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২০

১০ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী দিলেন শামীম ওসমান


নিজের নির্বাচনী এলাকা ফতুল্লার ৫টি ইউনিয়নের ৪৫টি ওয়ার্ডে রাতের আঁধারে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। 


প্রধানমন্ত্রীর তরফ থেকে শামীম ওসমানের ব্যক্তিগত অর্থায়নে কাশীপুর, বক্তাবলী, কুতুবপুর, এনায়েতনগর ও ফতুল্লা ইউনিয়নের প্রায় ১০ হাজার পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন শামীম ওসমানের কর্মীরা। 

এদিকে চলতি সপ্তাহেই সিদ্ধিরগঞ্জের প্রতিটি ওয়ার্ডেও এই খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন শামীমওসমান।
নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান জানান, একটানা লকডাউনের কারণে শুধু নিম্ন আয়ের মজুর বা হতদরিদ্ররাই নন, মধ্যবিত্ত পরিবারগুলোও খাদ্য সংকটে ভুগছেন। তারা না পারছেন কাউকে বলতে না পারছেন চাইতে। আমার কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে রাতের আঁধারে ফতুল্লা থানাধীন ৫টি ইউনিয়নের ৪৫টি ওয়ার্ডে মানুষের দরজায় দরজায় গিয়ে এই খাদ্য সামগ্রী দিয়ে এসেছেন। একটি মানুষও যাতে না খেয়ে না থাকে- আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে এই ব্যবস্থা করছি। 




সময়/ডেস্ক/রাজ

Post Top Ad

Responsive Ads Here