চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৩ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২০

চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৩


চট্টগ্রামে আরো একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ৩৩ জন হলো।


বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির।

তিনি বলেন, বৃহস্পতিবার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ১১১ জনের নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ১৯ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এর মধ্যে একজন চট্টগ্রামের, একজন ফেনীর ও ১৭ জন লক্ষ্মীপুরের বাসিন্দা। চট্টগ্রামে আক্রান্ত ব্যক্তি নগরীর সরাইপাড়া এলাকার বাসিন্দা।

চট্টগ্রামে করোনা শনাক্তকরণের কিট আসার পর থেকে এ পর্যন্ত ১১২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে ৫৫ জনের ফলাফল পজিটিভ এসেছে। এর মধ্যে ৩৩ জন চট্টগ্রামের, ১৯ জন লক্ষ্মীপুরের ও দুইজন নোয়াখালীর এবং একজন ফেনীর বাসিন্দা।




সময়/দেশ/নাজ

Post Top Ad

Responsive Ads Here