ফরিদপুরে শহীদুল ইসলাম বাবুলের পক্ষ থেকে হত দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, এপ্রিল ১৭, ২০২০

ফরিদপুরে শহীদুল ইসলাম বাবুলের পক্ষ থেকে হত দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ


ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুরে করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্রদের মাঝে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুল এর নিজস্ব অর্থায়নে তার পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার বিকেলে নগরকান্দা উপজেলার মহিলার রোডের কোনাগ্রামের নিজ বাড়িতে ফরিদপুর ২ আসনের নগরকান্দা ও সালথা উপজেলার ১৭টি ইউনিয়নের ১২’শত হতদরিদ্র পরিবারের মাঝে এই খাদ্য সহায়তা দেয়া হয় শুরু হয়। পর্যায়ক্রমে মোট ৫ হাজার হতদরিদ্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হবে বলে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে।  

খাদ্য সহায়তা হিসেবে ৮ কেজি চাল, ১ কেজি তেল, ১ কেজি ডাল ও ২ কেজি আলু দেয়া হয়েছে। দুটি উপজেলার নেতাকর্মিরা এইসব খাদ্য সামগ্রী ট্রাকে করে বিতরণ শুরু করবেন হত দরিদ্রদের বাড়ি বাড়ি ঘুরে।   

বিতরণ সময়ে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান রফিকুজ্জামান অনু, নগরকান্দা পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আসাদ, নগরকান্দা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি আদনান হোসেন অনু, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আতিয়ার রহমান, নগরকান্দা উপজেলা কষকদলের সভাপতি বিল্লাল হোসেন, নগরকান্দা উপজেলা ছাত্রদলের সভাপতি সাইফুল আলম, সালথা উপজেলা বিএনপির সহসভাপতি ফরিদুর রহমান, ফরিদপুর জেলা ও মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দ সহ সালথা ও নগরকান্দা উপজেলা বিএনপির বিভিন্নস্থরের নেতাকর্মিরা।  

এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুল বলেন, দুটি উপজেলার ১৭টি ইউনিয়নে নিজ উদ্যোগে হত দরিদ্রদের মাঝে খাদ্য সহায়তা শুরু হলো। আমার নেতাকর্মিরা দুটি উপজেলায় বাড়ি বাড়ি ঘুরে ঘুরে এই খাদ্য সামগ্রী পৌঁছে দিবে। দুটি উপজেলায় পর্যায়ক্রমে মোট ৫ হাজার হতদরিদ্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিবো আমরা। তিনি বলেন হতদরিদ্র মানুষ যাতে কোন রকম ভাবে এই করোনা ভাইরাস প্রাদুর্ভাবের সময়ে না খেয়ে থাকতে হয় সেই জন্য প্রতি সপ্তাহে তাদেরকে এই সহায়তা করা হবে।


Post Top Ad

Responsive Ads Here