চরভদ্রাসনের চরাঞ্চলে মানছে না লক ডাউন,খুলছে দোকান,বাড়িতে,বাড়িতে আড্ডা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, এপ্রিল ১৭, ২০২০

চরভদ্রাসনের চরাঞ্চলে মানছে না লক ডাউন,খুলছে দোকান,বাড়িতে,বাড়িতে আড্ডা





চরভদ্রাসন প্রতিনিধি:

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়নে লকডাউন অমান্য করে চলছে মুদি দোকান,চায়ের দোকান।এমনকি কোন রকম মাস্ক ও গোল্ভস ছাড়া গায়ে গা লাগিয়ে আড্ডাবাজি ও চা পান করছে স্থানীয় লোকজন।


জানা যায়, উক্ত ইউনিয়নের আ: হাই খানের হাট ও আমিন খার হাটে অবাধে  চলছে লকডাউন বিরোধী কার্যকলাপ। যেখানে সারাদেশে করোনা ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে সেখানে এই চরাঞ্চলে মানছে না কোন নিয়ম কোন আইন।




নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, প্রতিদিন বিকাল টাইমে বাজরে বসে চা-আড্ডর হাট,সাথে চলে তাস খেলা,লুডু খেলা। যেখানে বিভিন্ন সময় ঝগড়া-বিবাদে জরিয়ে পরছে তারা ।আমরা বাধা দিলে বলে “থানা পুলিষ কিছু বলেনা তোরা এতো কথা বলিস কেন।করোনা আমাগো চরে আসবে না’।

রাত্রিবেলা স্থানীয় মেম্বার সালামের বাড়িতে বসে ঢাকা ফেরৎদের আসর,চলে মধ্য রাত পর্যন্ত ।এ ব্যাপারে মেম্বার সালাম জানায় “আমার বাড়িতে একজন অতিথি আসছিলো,সে ৫দিন ছিল একদিন রাতে আমরা নিজেরা একসাথে কখা বলেছি এছাড়া আর কিছুই না”।

এলাকাবাসী আরো জানায় বাজারে নিত্য পন্যের দাম স্বাভাবিকের তুলনায় একটু বেশী।তারা উক্ত ব্যাপারগুলোতে প্রশাসনের হস্তক্ষপ কামনা করছে।


চর হরিরামপুর ইউনিয়নের চেয়ারম্যান আমির খান জানান, কিছু অসাধু চায়ের দোকানদার সন্ধার পরে দোকানের ঝাপ অর্ধখোলা রেখে চা বিক্রি করে,গ্রাম পুলিশ পাঠালে বন্ধ করে দেয় আবার চলে আসার পর খুলে দেয়,আমাদের তো আর সারাদিন দোকানের সামনে পাহারা দেওয়া সম্ভব নয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা জানান, চায়ের দোকান বন্ধের ব্যাপারে ব্যাবস্থা নিচ্ছি।আর চাল ,ডালের দাম স্বাভাবিকের তুলনায় একটু বেড়েছে।




সময়/নাজ/দেশ

Post Top Ad

Responsive Ads Here