সরকারি চাল ওজনে কম দেওয়ায় জরিমানা, লাইসেন্স বাতিল - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২০

সরকারি চাল ওজনে কম দেওয়ায় জরিমানা, লাইসেন্স বাতিল

 

মিয়া রাকিবুল, আলফাডাঙ্গা থেকে : 

ফরিদপুরের আলফাডাঙ্গায় খাদ্যবান্ধব কর্মসূচির সরকারি ১০ টাকা কেজি দরের চাল বিক্রির সময় ওজনে কম দেওয়ার অপরাধে এক ডিলারকে বিশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ওই ডিলারের নাম মনিরুজ্জামান ইকু। তিনি উপজেলার গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি।


বুধবার (১৫ এপ্রিল) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বায়েজিদুর রহমান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় তার ডিলারশিপ লাইসেন্সও বাতিল করা হয়েছে।


উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, করোনা পরিস্থিতির কারণে সরকার খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্রদের জন্য ১০ টাকা কেজি দরে চাল দিয়ে খাদ্য সহায়তা নিশ্চিতে কাজ করছে। খাদ্য অধিদপ্তরের মাধ্যমে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এ কাজে বুধবার বেলা ১১টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের গোপালপুর বাজারে ১০ টাকা মূল্যে চাল বিক্রি তদারকি করতে যান একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। নিয়ম অনুযায়ী নির্দিষ্ট কার্ডধারীরা ১০ টাকা কেজিতে জনপ্রতি ৩০ কেজি পর্যন্ত করে চাল ক্রয় করার সুযোগ পাচ্ছেন। এ সময় ম্যাজিস্ট্রেট কার্ডধারী ক্রেতাদের কাছে বিক্রি করা চাল ওজন করে দেখতে পান তাতে কম আছে। ডিলার প্রত্যেকের কাছ থেকে ৩০ কেজি চালের দাম ৩০০ টাকা আদায় করলেও স্থানীয় ওই ডিলার সরকারি নিয়ম না মেনে ওজনে কারসাজি করে চাল দিচ্ছিলেন ২৬ থেকে ২৭ কেজি।প্রত্যেক ক্রেতাকে তিনি তিন থেকে চার কেজি চাল কম দিচ্ছিলেন।


পরে ভ্রাম্যমাণ আদালতের আওতায় চালের ক্রেতাদের মধ্য থেকেও এ বিষয়ে সাক্ষ্য নেয়া হয় এবং ওজনে কম দেওয়ার বিষয়টি প্রমাণিত হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা-৪৬ মোতাবেক ওই পরিবেশক মনিরুজ্জামান ইকুকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং ডিলারের ডিলারশীপ বাতিল করেন।


উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুর রহমান জানান, একজন ম্যাজিস্ট্রেট সেখানে গিয়ে দেখতে পান ক্রেতাদের কাছে যে চাল বিক্রি করা হচ্ছে তা ওজনে কম দেওয়া হচ্ছে। পরে ওই পরিবেশককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। দেশের এই ক্লান্তিকালে যারা চাল নিয়ে চালবাজি করবে স্থানীয় প্রশাসন তাদের আইনগত এনে ব্যবস্থা নিবে বলে জানান এই কর্মকর্তা।


Post Top Ad

Responsive Ads Here