চাঁদপুরে নতুন করে পাঁচজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্ত বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সিভিল সার্জন ডা. শাখাওয়াত উল্লাহ।
তিনি জানান, আক্রান্তদের মধ্যে তিনজন একই পরিবারের। এছাড়া একজন সদর উপজেলার কামরাঙ্গা বাজার ও আরেকজন ফরিদগঞ্জ উপজেলার বাসিন্দা।
সিভিল সার্জন জানান, একই পরিবারের তিনজন আক্রান্ত হওয়ায় চাঁদপুর শহরের স্টেডিয়াম রোডের একটি বাড়ি লকডাউন করা হয়েছে।
সময়/দেশ/রাজ