করোনা পরিস্থিতিতে সংকটে পড়া দরিদ্রদের সহায়তা করতে তাদের দ্বারে দ্বারে সস্ত্রীক ঘুরে বেড়াচ্ছেন ফরিদপুর-১ আসনের এমপি মনজুর হোসেন বুলবুল।
পরিবার পরিকল্পনা অধিদফতরের পরিচালক স্ত্রী সেলিনা আক্তারকে সঙ্গে নিয়ে ভ্যানযোগে বিভিন্ন খাদ্যসামগ্রী নিয়ে তিনি নিজের নির্বাচনী এলাকা আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী উপজেলার প্রত্যন্ত জনপদে ঘুরছেন। তাদের খবরা খবর নিচ্ছেন এবং খাদ্যসামগ্রী তুলে দিচ্ছেন হাতে।
বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন মুশা মিয়া জানান, ব্যক্তিগত টাকায় খাদ্যসামগ্রী কিনে স্ত্রীকে সঙ্গে নিয়ে এমপি ২৭০০ অসহায় পরিবাররের মাঝে সেগুলো বিতরণ করেছেন। প্রতি প্যাকেটে ছিল ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি লবণ ও একটি সাবান। এক সপ্তাহ ধরে তিনি এসব বিতরণ করছেন।
মনুজর হোসেন বুলবুল বলেন, সমাজের পিছিয়ে পড়া এই দরিদ্র জনগোষ্ঠীর জন্য সরকার ভিজিডিসহ নানা পদক্ষেপ নিয়েছে। তারপরও অনেকে বঞ্চিত থেকে যায়। এসব বঞ্চিত মানুষের জন্যই ব্যক্তিগত উদ্যোগে এসব খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে। কেউ যাতে না খেয়ে কষ্ট না পান, সেটিই আমাদের লক্ষ্য। এ অঞ্চলের অন্যান্য যারা সামর্থ্যবান রয়েছেন তাদেরও এভাবে এই বিপদে এগিয়ে আসা উচিত।
সময়/দেশ/নাজ