খাদ্য সামগ্রী নিয়ে সেই গুচ্ছগ্রামে হাজির ইউএনও - সময় সংবাদ | Popular Bangla News Portal

শিরোনাম

Friday, April 17, 2020

খাদ্য সামগ্রী নিয়ে সেই গুচ্ছগ্রামে হাজির ইউএনও

মিয়া রাকিবুল : 

দেশের চলমান করোনা পরিস্থিতিতে সহযোগিতা না পেয়ে দুর্ভোগে ছিলেন ফরিদপুরের আলফাডাঙ্গার গুচ্ছগ্রাম ও আশ্রায়ণ প্রকল্পের দেড়'শ পরিবার। এ নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশের পর খাদ্য সহয়তা পেলেন ওই পরিবারগুলো।


বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার টগরবন্ধ ইউনিয়নের চাপুলিয়া গুচ্ছগ্রাম ও আশ্রায়ণ প্রকল্পে খাদ্য সামগ্রী নিয়ে হাজির হলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুর রহমান। পরে তিনি ১৫৫টি হতদরিদ্র  ছিন্নমূল পরিবারের মাঝে চাল, ডাল, তেল, সাবান, লবন ও আলু ভর্তি একটি ব্যাগ পৌঁছিয়ে দেন।


এর আগে ইউএনও বুড়াইচ ইউনিয়নের জয়দেবপুর গুচ্ছগ্রামের ২৫ টি পরিবারের মাঝে এ খাদ্য সহয়তা বিতরণ করেন।


এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুর রহমান জানান, 'করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া গুচ্ছগ্রাম ও আশ্রায়ণ প্রকল্পের পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পাওয়া ত্রাণ সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দেই। আর যতদিন করোনার প্রভাবে মানুষ কর্মহীন থাকবে , ততদিন নিন্ম আয়ের মানুষকে খাদ্য সামগ্রী সরবরাহ করা হবে।'

No comments: