ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে করোনা আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই ব্যক্তিকে খিলগাঁও কবরস্থানে দাফন করা হয়েছে।
মৃত ব্যক্তির নাম আশরাফ উদ্দিন। বাবা মনির উদ্দিন। ৫৭ মালিটোলা বংশাল তার বাড়ি।
মৃতের ছেলে নেওয়াজ রাহুল জানান, তার বাবা দীর্ঘদিন ধরে ডায়াবেটিকসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। বুধবার হটাৎ অসুস্থ হয়ে পড়লে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার আব্দুল গফুর বলেন, গতকাল মৃত আশরাফ উদ্দিনের স্যাম্পল নেয়া হয়েছিল, আজ তার রেজাল্ট আসে। তিনি করোনায় আক্রান্ত ছিলেন। সরকারি নিয়ম অনুসারে তাকে নিয়ে যাওয়া হয় এবং দাফন দেয়া হয়।
সময়/দেশ/রাজ