যার প্রয়োজন সে এখান থেকে নিয়ে যান - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, এপ্রিল ০৬, ২০২০

যার প্রয়োজন সে এখান থেকে নিয়ে যান

ফরিদপুর প্রতিনিধি:
যার প্রয়োজন সে এখান থেকে নিয়ে যান এমন একটি আলমারী ভর্তি  নিত্য সামগ্রী রাখা রয়েছে শহরের কাটপট্রি মোড়ে। আপনি ভাবতে পারছেন তো ? এই মহামারি সংকটের সময়ে এমন ভাবে একটি আলমারী ভর্তি রয়েছে চাল, ডাল, আলু, লবন, আটা, পেয়াজ সহ আরো কিছু পণ্য থরে থরে সাজানো।    


হ্যাঁ সমাজের নিম্ন আয়ের মানুষদের কথা ভেবেই এমনটি করা হয়েছে “আমরা করবো জয়” নামে একটি সংগঠন এর পক্ষ থেকে একেবারে বিনামূল্য। এরই মাঝে এ বিষয়টি জেলার সব শ্রেনি পেশার মানুষের কাছে অন্যরকম এক উদাহরন হিসেবে স্থান পেয়েছে। 
এর আগে সংগঠনটি মধ্যবিত্ত পরিবারগুলোর কথা চিন্তা করে রাতে শহরের বিভিন্ন বাড়ির দরজার সামনে খাদ্য সামগ্রী রাখার কার্যক্রম চলমান রেখেছে। 


এই বিষয়ে সংগঠনটির সভাপতি আহমেদ সৌরভ বলেন, “আমরা করবো জয়” উন্মুক্ত খাবার ঘর শহরের ভিতর তৈরি করেছি। করোনা ক্রাইসিসে মানুষগুলোর জন্য ছোট পরিসরে কিছু করার চেষ্টা করছি আমরা। খাবার ঘরে মোটামোটি চাল ডাল আলু, আটা লবন রাখা আছে। যার প্রয়োজন সে এখান থেকে নিয়ে যেতে পারবে। হোক সে নিন্মবিত্ত বা মধ্যবিত্ত। এটা ফুরিয়ে যাবে, হয়ত একজনই সব নিয়ে যেতে পারেন, নিন, তারপরও একজনের তো প্রয়োজন মিটবে। কিছু না হোক অন্তত কিছু তো হোক। 


তিনি আরো বলেন এই দুর্যোগে কোন মানুষ খাদ্যের অভাবে যেন কষ্ট না পায় সে জন্য আমরা সংগঠনের সকলেই আমাদের সাধ্যমতো অসহায় মানুষগুলোর পাশে থাকার চেষ্টা করে চলেছি। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের সময় “আমরা করবো জয়” সংগঠনটি সমাজের সকল মানুষের পাশে থাকার পাশাপাশি শহরের নিরীহ পশুর খাদ্যের ব্যবস্থা করে চলছি।


সবশেষে তিনি বলেন সকলের সহযোগিতা কামনা করছি অন্তত একটি পরিবারের দায়িত্ব নিন আপনারা। তাহলে দেখবেন কাউকেই আর না খেয়ে কষ্ট পেতে হবে না।

Post Top Ad

Responsive Ads Here