ফরিদপুরে মৃত দুইজনের শরীরে মেলেনি করোনা ভাইরাস - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, মে ০৮, ২০২০

ফরিদপুরে মৃত দুইজনের শরীরে মেলেনি করোনা ভাইরাস

ফরিদপুর প্রতিনিধি :
করোনা ভাইরাসে উপসর্গ নিয়ে গত সোমবার ফরিদপুরে একদিনে দুই জনের মৃত্যু হয়। পরে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তাদের দুজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠালে তাদের শরীরে মেলেনি করোনা ভাইরাস। গতকাল তাদের রির্পোট আসে ল্যাব থেকে। 


মৃতদের একজন ফরিদপুর শহরের আলীপুর মহল্লার বাসিন্দা। তার গ্রামের বাড়ি বাখুন্ডা এলাকায়। তিনি শহরের একটি সিমেন্টের দোকানে ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। জানাযায়, তিনি গত শনিবার থেকে ডায়রিয়ায় আক্রান্ত হন। সোমবার সকাল ৯টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 


অন্যদিকে, সাত দিন জ্বরে ভুগে সোমবার সকালে ফরিদপুর সদরের চর মাধবদিয়া ইউনিয়নের রিয়াজউদ্দিন মাতুব্বরের ডাঙ্গী গ্রামে নিজ বাড়িতে মারা যান এক ব্যক্তি। তিনি মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। পরে স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলে তার করোনা ভাইরাস পাওয়া যায়নি।


ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের সিভিল সার্জন সিদ্দিকুর রহমান বলেন, জ্বর ও ডায়রিয়া দুটিই করোনা রোগীর উপসর্গ থাকায় তাদের নমুনা সংগ্রহ করা হয়েছিলো। পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর দেখা গেছে তাদের শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়নি।

Post Top Ad

Responsive Ads Here