বখাটের কিল-ঘুষিতে লাশ হলো স্কুলছাত্রী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, মে ০৯, ২০২০

বখাটের কিল-ঘুষিতে লাশ হলো স্কুলছাত্রী


কক্সবাজারের মহেশখালীতে বখাটের কিল-ঘুষি ও লাথিতে নাছিমা আক্তার নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।


শুক্রবার রাতে উপজেলার শাপলাপুর ইউপির মুকবেকি বুদারপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত নাছিমা একই এলাকার মোহাম্মদের মেয়ে। সে শাপলাপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয় বাসিন্দা নাজিম জানান, নাছিমার বাড়ির পাশের দোকানে কেরাম খেলছিলেন একই গ্রামের কবিরের ছেলে কাউছারসহ বখাটে যুবকরা। এ সময় রান্না শেষে নাছিমার মা ময়লা পানি ফেলতে গিয়ে কাউছারের গায়ে ছিটকে পড়ে। এ নিয়ে মাকে অকথ্য ভাষায় গালাগাল শুরু করেন ওই বখাটে। পরে মাকে গালি দিতে না করে মেয়ে। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে নাছিমাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি দিতে থাকেন কাউছার। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।



সময়/দেশ/রাচ

Post Top Ad

Responsive Ads Here