রাজধানীতে বৃহস্পতিবার সন্ধ্যায় কালবৈশাখী ঝড় আঘাত হেনেছে। এ সময় বৃষ্টি খুব বেশি না হলেও সঙ্গে ছিল ঝড়ো বাতাস। মাঝে মধ্যে বিদ্যুৎ চমকাতেও দেখা গেছে।
আবহাওয়াবিদ মো. আফতাব উদ্দীন জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রবল ও দমকা হাওয়াসহ মৌসুমী ঝড় আঘাত হানে। এটা কয়েক মিনিট স্থায়ী ছিল। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৭৪ কিলোমিটার।
আবহাওয়ার ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং কুমিল্লা অঞ্চলসহ ঢাকা ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ এবং বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
বৃহস্পতিবার দেশে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে সিলেটে ৩৯ মিলিমিটার। এছাড়া ঢাকা বিভাগের মধ্যে গোপালগঞ্জে ২৩, ময়মনসিংহ বিভাগের মধ্যে নেত্রকোনায় ২০, চট্টগ্রাম বিভাগের মধ্যে চাঁদপুর ও ফেনীতে ১৯, খুলনায় ২৪ এবং বরিশালে ১১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
সময়/দেশ/রাজ