ফরিদপুর জেলা কারাগার থেকে ২৭ কয়েদীর মুক্তি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, মে ০৯, ২০২০

ফরিদপুর জেলা কারাগার থেকে ২৭ কয়েদীর মুক্তি


ফরিদপুর প্রতিনিধি :
করোনা ভাইরাস কালিন সময়ে র্দীঘদিন কারাভোগী কয়েদী এবং লঘু অপরাধের কয়েদী ও হাজতিদের তালিকা করে তাদের মুক্তির উদ্যোগ নেয় সরকার। এ উদ্যোগের অংশ হিসেবে ফরিদপুর জেলা কারাগার থেকে ২৭ কয়েদিকে মুক্তি দেয় কারাগার কৃর্তপক্ষ। শনিবার বিকেলে জেলা কারাগার থেকে তাদের মুক্তি দেয়া হলো। এর আগে আরো ৬জনকে মুক্তি দেয়া হয়।


ফরিদপুর জেলা কারাগারের সুপার আব্দুর রহিম বলেন, আমাদের কাছে যেসব ক্যাটাগরিতে তালিকা চাওয়া হয়েছিল তা পাঠিয়ে দেওয়া হয় ঢাকায়। এর ভিতর থেকে ৮২ জনের মুক্তি চুড়ান্ত অনুমোদন পাওয়া যায়। শনিবার ২৭ জনকে মুক্তি দেয়া হলো। বাকি যারা রয়েছে কিছু নিয়ম রয়েছে সে গুলো মেনে তাদের কেও মুক্তি দেয়া হবে খুব দ্রুত বলে তিনি জানান।


উল্লেখ্য সরকারের সিদ্ধান্তের প্রেক্ষিতে দেশে প্রতিটি কারাগার থেকে ছয় ক্যাটাগরি বন্দিদের একটি তালিকা চেয়ে পাঠানো হয় আইজি প্রিজনের কাছ থেকে। ফরিদপুর কারাগারের ২২৭জনের একটি তালিকা আইজি প্রিজন এর মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে পাঠানো হয়। তার ভিতর থেকে ৮২ জনের মুক্তির আবেদন গৃহিত হয়। সেখান থেকেই তাদের মুক্তি দেয়া হলো।

Post Top Ad

Responsive Ads Here