দেশে করোনায় নতুন শনাক্ত ৭০৬ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, মে ০৭, ২০২০

দেশে করোনায় নতুন শনাক্ত ৭০৬


গত ২৪ ঘণ্টায় দেশে ৭০৬ জন করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট ১২ হাজার ৪২৫ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হলো। তবে মৃত্যুর তথ্য জানানো হয়নি।

বৃহস্পতিবার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় কতজন মারা গেছেন, তা পরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৮৬৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে আরো ৭০৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ পাঁচ হাজার ৫১৩টি।

এছাড়া নতুন করে সুস্থ হয়েছেন ১৩০ জন করোনা রোগী। এ নিয়ে মোট সুস্থ হলেন এক হাজার ৯১০ জন।

এর আগে বুধবার স্বাস্থ্য অধিদফতরের ব্রিফিংয়ে বলা হয়, করোনাভাইরাসে সবশেষ ২৪ ঘণ্টায় দেশে তিনজনের মৃত্যুতে এ সংখ্যা দাঁড়িয়েছে ১৮৬ জন।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটার এর তথ্য অনুযায়ী মহামারি করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ২ লাখ ৬৫ হাজার ২৪৪। এছাড়া আক্রান্ত হয়েছেন ৩৮ লাখ ৩৪ হাজার ৩০০ জন।




সময়/দেশ/রাজ

Post Top Ad

Responsive Ads Here