গত ২৪ ঘণ্টায় দেশে ৭০৬ জন করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট ১২ হাজার ৪২৫ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হলো। তবে মৃত্যুর তথ্য জানানো হয়নি।
বৃহস্পতিবার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় কতজন মারা গেছেন, তা পরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৮৬৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে আরো ৭০৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ পাঁচ হাজার ৫১৩টি।
এছাড়া নতুন করে সুস্থ হয়েছেন ১৩০ জন করোনা রোগী। এ নিয়ে মোট সুস্থ হলেন এক হাজার ৯১০ জন।
এর আগে বুধবার স্বাস্থ্য অধিদফতরের ব্রিফিংয়ে বলা হয়, করোনাভাইরাসে সবশেষ ২৪ ঘণ্টায় দেশে তিনজনের মৃত্যুতে এ সংখ্যা দাঁড়িয়েছে ১৮৬ জন।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটার এর তথ্য অনুযায়ী মহামারি করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ২ লাখ ৬৫ হাজার ২৪৪। এছাড়া আক্রান্ত হয়েছেন ৩৮ লাখ ৩৪ হাজার ৩০০ জন।
সময়/দেশ/রাজ

