সরকারি চাল জব্দ: ইউপি চেয়ারম্যান ও সচিবকে ২ লক্ষ টাকা জরিমানা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জুন ১৭, ২০২০

সরকারি চাল জব্দ: ইউপি চেয়ারম্যান ও সচিবকে ২ লক্ষ টাকা জরিমানা


 

ফরিদপুর প্রতিনিধি :

ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্তদের জন্য বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাৎ করার অপরাধে ফরিদপুরের আলফাডাঙ্গায় ইউপি চেয়ারম্যান ও পরিষদের সচিবকে দুই লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।


মঙ্গলবার উপজেলার বানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাদী হুমায়ুন কবীর বাবু ও পরিষদের সচিব মোস্তাফিজুর রহমানকে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুর রহমান।


জানা গেছে, ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্তদের জন্য বানা ইউনিয়নে ১ টন চাল বরাদ্দ করা হয়। সেই চাল থেকে ছয় বস্তা চাল দুপুর ২টার দিকে অবৈধভাবে ইউনিয়ন পরিষদ থেকে আত্মসাৎ করে নিয়ে যাওয়ার সময় ইউনিয়নের পন্ডিতের বানা শাহাজান মোল্যার মুদি দোকানের সামনে থেকে ছয় বস্তায় ৩০ কেজি করে মোট ১৮০ কেজি চাল জব্দ করেন উপজেলা প্রশাসন। 

আটক করা হয় অটোভ্যান চালক এরশাদ মোল্যাকে। পরে অটোভ্যান চালকের নিকট থেকে তথ্য নিয়ে বানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাদী হুমায়ুন কবীর বাবু ও পরিষদের সচিব মুস্তাফিজ রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য উপজেলায় হাজির করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ঘটনার সাথে ইউপি চেয়ারম্যান ও সচিবের সম্পৃক্ত থাকায় দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২ এর ৩৯ ধারা অনুযায়ী তাদেরকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। এসময় গরিব, অসহায় হওয়ায় ভ্যানচালক এরশাদ মোল্যাকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।


জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুর রহমান বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ঘুর্ণিঝড় আম্ফানের জন্য বরাদ্দকৃত ৬ বস্তা সরকারি চাল জব্দ করা হয়। পরে ঘটনার সাথে সম্পৃক্ত থাকায় দুইজনকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।'


Post Top Ad

Responsive Ads Here