ফরিদপুরের সদরপুরে করোনা আক্রান্ত দুজনের মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জুন ১৬, ২০২০

ফরিদপুরের সদরপুরে করোনা আক্রান্ত দুজনের মৃত্যু


 

ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের সদরপুর উপজেলার গত ২৪ ঘণ্টার মধ্য করোনা আক্রান্ত দুজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এই দুজনের মৃত্যু হয়েছে নিজ বাড়িতে থাকাকালীন অবস্থায়। সোমবার সন্ধ্যায় ১৭ রশি গ্রামের মুন্নাফ মিয়া(৫৬) ও মঙ্গলবার সকালে পূর্ব শ্যামপুর গ্রামের নুর ইসলাম(৫০)মারা যান।   


সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদার জানান, সোমবার সন্ধ্যায় নিজ বাড়িতে মুন্নাফ মিয়া করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। অপরদিকে মঙ্গলবার সকালে নিজ বাড়িতে নুর ইসলাম নামে একজনের মৃত্যু হয়।


তিনি আরো বলেন ৬ দিন আগে করোনা পজিটিভ হন মুন্নাফ মিয়া। এখন তার পরিবারের স্ত্রী এবং তার ছেলেও করোনা পজিটিভ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন।  আর নুর ইসলাম করোনা পজিটিভ হন দুদিন আগে। তবে তার পরিবারের কেউ করোনায় আক্রান্ত এমন খবর পাওয়া যায়নি।


এদিকে আটরশি গ্রামের মুন্নাফ করোনায় আক্রান্ত হয়ে ৬দিন পূর্বে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। তার পরিবারের পক্ষ থেকে উন্নত চিকিৎসার কথা বলে বাড়ি নিয়ে আসলে এলাকাবাসি তাকে ঢুকতে না দেওয়া তার ভাইয়ের বাড়ি সতেররশি নেওয়ার পর মারা যায়। স্বাস্থ্য বিধি মেনে উপজেলা স্বেচ্ছসেবী সংগঠনের সহযোগীতায় জানাজা শেষে পারিবারিক কবর স্থানে তাদের লাশ দাফন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ওমর ফয়সল ও সদরপুর থানা পুলিশ।  

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানাযায়, এ উপজেলায় মোট করোনা পজিটিভ হয় ৬৫ জন। এদের মধ্যে ৪ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। 


এছাড়া জেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছে মোট ৯২২ জন আর মৃত্যুর ঘটনা ঘটেছে মোট ১৮ জনের। 


Post Top Ad

Responsive Ads Here