ফরিদপুরে এসও মনির গ্রেপ্তার, আরও দুই আ.লীগ নেতাকে বহিস্কারের সুপারিশ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জুন ১০, ২০২০

ফরিদপুরে এসও মনির গ্রেপ্তার, আরও দুই আ.লীগ নেতাকে বহিস্কারের সুপারিশ

 

ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরে মনিরুজ্জামান ওরফে এসও মনিরকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে ফরিদপুর শহরের ভাজনডাঙ্গা এলাকায় তাঁর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 


মনিরুজ্জামান ইতিপূর্বে এলজিইডির একটি প্রজেক্টের উপ-সহকারী প্রকৌশলী হিসেবে সালথা উপজেলায় কর্মরত ছিলেন। তিনি শহরতলীর ভাজনডাঙ্গা এলাকার বাসিন্দা। ২০১৭ সালে তিনি ওই চাকরী ছেড়ে সাজ্জাদ হোসেন বরকতের ঠিকাদারী প্রতিষ্ঠান এসবি কনস্ট্রাকশন ফার্মে সাইড ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দেন। এরপর তাকে বর্ধিত ফরিদপুর পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করা হয়।


এদিকে শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকতকে অব্যাহিত ও বহিস্কারের সুপারিশের পর একই মামলায় আটক ফরিদপুর শহর আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান ও ১৬ নম্বর ওয়ার্ড আ.লীগের সভাপতি নারায়ন চক্রবর্তীকে অব্যাহতি দেওয়া হয়েছে।পাশাপাশি দলের প্রাথমিক সদস্যসহ দল থেকে তাদের বহিস্কারের সুপারিশ করে জেলা আ.লীগের সভাপতি ও সম্পাদকের কাছে চিঠি দেওয়া হয়েছে।


ফরিদপুর কোতয়ালী থানার ইন্সপেক্টর (অপারেশন) শহীদুল ইসলাম বলেন, গত ১৮ মে জেলা আ.লীগের সভাপতির সুবল চন্দ্র সাহার বাড়িতে হামলার ঘটনায় দায়েরকৃত আসামি মনিরুজ্জামানকে গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে শহরের ভাজনডাঙ্গাস্থ বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় মনিরুজ্জামানকে। 


শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল ইসলাম খন্দকার জানান, আ.লীগের সভাপতির বাড়িতে হামলা, ভাংচুর করে দলীয় শৃংখলা পরিপন্থী কাজ করে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করায় শহর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান ও ১৬ নম্বর ওয়ার্ড আ.লীগের সভাপতি নারায়ন চক্রবর্তীকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি দলের প্রাথমিক সদস্যসহ দল থেকে তাদের বহিস্কারের সুপারিশ করে জেলা আ.লীগের সভাপতি ও সম্পাদকের কাছে চিঠি দেওয়া হয়েছে। ইতিপূর্বে শহর আওয়ামী লীগের সাধারণ সাজ্জাদ হোসেন বরকতকে এই পদ হতে অব্যাহতি দিয়ে বহিস্কারের সুপারিশ করা হয়েছে। 


প্রসঙ্গত, গত ৭ জুন রাতে সাজ্জাদ হোসেন বরকত  ও তার ভাই ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ হাসান রুবলেসহ মোট নয়জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের নিকট হতে বিপুল পরিমাণ দেশিবিদেশী মুদ্রা, মাদকদ্রব্য, অস্ত্র ও চাল জব্দ করা হয়।

Post Top Ad

Responsive Ads Here