ফরিদপুরের সাংবাদিকদের সাথে পরিবার পরিকল্পনা বিভাগের ভার্চুয়াল মিটিং অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জুন ১১, ২০২০

ফরিদপুরের সাংবাদিকদের সাথে পরিবার পরিকল্পনা বিভাগের ভার্চুয়াল মিটিং অনুষ্ঠিত


ফরিদপুর প্রতিনিধি :

করোনা ভাইরাস সংক্রমণ তথা কোভিড-১৯ প্রতিরোধ ও প্রাদুর্ভাব মোকাবেলায় পরিবার পরিকল্পনা বিভাগের নানাবিধ কর্মকান্ড অবহিত করার লক্ষ্যে ফরিদপুরের সাংবাদিকদের সাথে এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১২টা হতে জুম অ্যাপস ব্যবহার করে প্রায় আধঘন্টাব্যাপী এ সভা চলে। সংশ্লিষ্টরা নিজ নিজ অবস্থান হতে অনলাইনে কম্পিউটার ও মোবাইল ডিভাইসের মাধ্যমে এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক মোঃ শরিফুল ইসলাম। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অতুল সরকার।

প্রধান অতিথির বক্তব্যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক মোঃ শরিফুল ইসলাম বলেন, দেশে বর্তমানে করোনা ভাইরাসের পরিস্থিতির মধ্যেও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীরা কাজ করে যাচ্ছেন। বিশেষ করে জন্মহার নিয়ন্ত্রণ ও গর্ভবতী ও প্রসূতি মায়েদের সেবায় যেসব সেবা দেয়া হচ্ছে সে সম্পর্কে সকলের মাঝে তথ্য পৌছানো দরকার।

সভায় সংশ্লিষ্টরা বলেন, জন্মনিরোধক নানা কর্মসূচী ছাড়াও গর্ভবতী মায়েদের বিনামূল্যে সিজার ও অ্যাম্বুলেন্স সেবা প্রদান করা হচ্ছে। ইউনিয়ন পর্যায়ে স্যাটেলাইট ক্লিনিক ও কমিউিনিটি ক্লিনিকের মাধ্যমে চিকিৎসা সেবা প্রত্যন্ত পর্যায়ে পৌছে দেয়া হচ্ছে। এসব ব্যাপারে ভুক্তভোগীদের তথ্য জানা থাকলে তাদের জন্য সেবা পেতে সহজ হয়।

সভায় স্বাগত বক্তব্য দেন জেলা পরিবার পরিকল্পনা অধিপ্তরের উপপরিচালক সরদার মোঃ হান্নান। ফরিদপুরের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণসহ সবমিলিয়ে ২৬ জন এতে অংশ নেন।

Post Top Ad

Responsive Ads Here