বরকত, রুবেল ও বিপুলের আরো পাঁচদিনের রিমান্ড মঞ্জুর - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জুন ১৩, ২০২০

বরকত, রুবেল ও বিপুলের আরো পাঁচদিনের রিমান্ড মঞ্জুর


 

ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুর শহর আওয়ামী লীগের সদ্য অব্যাহতিপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত, তার ছোট ভাই ইমতিয়াজ হাসান রুবেল ও রেজাউল করিম বিপুলকে আরো একটি মামলায় ৫ দিনের রিমান্ডে নেয়া হয়েছে। এরআগে এই তিনজন আরো একটি মামলায় ৫দিনের রিমান্ডে ছিলেন। একই সাথে আরও একটি মামলায় তারা তিনজনই দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন আদালতে। 
 

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহার বাড়িতে হামলা, ভাংচুর, লুটপাট ও মারপিটের মামলায় শনিবার বিকেলে ফরিদপুরের ১ নং আমলী আদালতের বিচারক মোহাম্মাদ ফারুক হোসেনের আদালতে রিমান্ড আবেদন শুনানী শেষে আদালত তাদের জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেন। গত ১৮ মে অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহার বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।


ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা জানান, শনিবার বিকেলে সাজ্জাদ হোসেন বরকত, ইমতিয়াজ হাসান রুবেল ও রেজাউল করিম বিপুলকে ওই আদালতে হাজির করা হয়। এরপর পৃথক পৃথকভাবে অস্ত্র মামলায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেন তারা।


তিনি জানান, আদালতে দায়েরকৃত জবানবন্দিতে গ্রেফতারকৃত তিনজনই দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে। এর আগে গত ৮ জুন অস্ত্র মামলায় তাদেরকে পাঁচদিনের রিমান্ডে নেয়া হয়। শনিবার ওই রিমান্ডের সময়সীমা শেষে তাদের আদালতে হাজির করা হয় বলে অতিরিক্ত পুলিশ সুপার জানান।


প্রসঙ্গত গত ৭ জুন রাতে জেলা আওয়ামী লীগের সভাপতির বাড়িতে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় পুলিশের বিশেষ অভিযানে সাজ্জাদ হোসেন বরকত, ইমতিয়াজ হাসান রুবেল ও রেজাউল করিম বিপুলসহ নয়জনকে গ্রেফতার করা হয়। এসময় ৬০ হাজার কেজি চাল, ৩ হাজার ইউএস ডলার, ৯৮ হাজার ভারতীয় রূপী ও ২৯ লাখ টাকাসহ সাতটি আগ্নেয়াস্ত্র, গুলি, মাদকদ্রব্য ও একাধিক পাসপোর্ট পাওয়া যায় তাদের হেফাজত হতে। তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে এ পর্যন্ত পাচঁটি মামলা রুজু হয়েছে। 


এদিকে গতকাল কোতয়ালী থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শামসুল আলম চৌধুরী বাদি হয়ে আরো একটি মামলা করেন কোতয়ালী থানায় তারা দুজন সহ বেশকিছু নাম দিয়ে। 


বরকতকে এরই মধ্যে শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক পদ, বাস মালিক গ্রæপের সভাপতির পদ ও রুবেলকে ফরিদপুর প্রেসক্লাবের পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here